নয়াদিল্লি, ৪ আগস্ট : পবিত্র শ্রাবণ মাসে পূজিত হন দেবাদিদেব মহাদেব। শ্রাবণ মাসের অন্তিম সোমবারে দেশের সমস্ত শৈবতীর্থে ঢল নামল ভক্তদের। লক্ষ লক্ষ ভক্ত কাশীতে বাবা বিশ্বনাথের মাথায় জলাভিষেক করেন। দেশের সমস্ত শৈবতীর্থেই এদিন ভক্তদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। গোরক্ষপুরের বাবা মুক্তেশ্বর নাথ মন্দিরেও বিপুল সংখ্যক ভক্ত প্রার্থনা করেন।
শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে বিপুল সংখ্যক ভক্ত মোরাদাবাদের শিব গঙ্গা মন্দিরে আসেন এবং প্রার্থনা করেন। প্রচুর সংখ্যক ভক্তরা প্রয়াগরাজের শ্রী মানকামেশ্বর মহাদেব মন্দিরে প্রার্থনা করেন ও শিবের মাথায় জলাভিষেক করেন। শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ভস্ম আরতি করা হয়।