International

5 hours ago

Pakistan train derailment: পাকিস্তানে লাইনচ্যুত ইসলামাবাদ এক্সপ্রেস, আহত কমপক্ষে ২৯ জন

Islamabad Express derails near Lahore
Islamabad Express derails near Lahore

 

লাহোর, ২ আগস্ট : পাকিস্তানের লাহোরের কাছে লাইনচ্যুত হয়ে গেল ইসলামাবাদ এক্সপ্রেস। এই দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। লাহোর থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল ট্রেন, শুক্রবার সন্ধ্যায় লাহোর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে, শেখপুরার কালা শাহ কাকুর কাছে ইসলামাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। লাহোর স্টেশন থেকে রওনা হওয়ার ৩০ মিনিটের মধ্যে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। মোট ১০টি বগি রেললাইন থেকে নেমে যায়। এই ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। তবে মোট ৩০ জন আহত হয়েছেন। রেলমন্ত্রী মুহাম্মদ হানিফ আব্বাসী এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।


You might also like!