সান্তিয়াগো, ২০ আগস্ট : ওসাসুনাকে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করল শাবি আলোন্সোর দল। সান্তিয়াগো বের্নবেউয়ে মঙ্গলবার রাতে এমবাপের একমাত্র গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন তিনি।
স্কোর লাইন দেখে মনে হবে ম্যাচে লড়াই হয়েছে । তা কিন্তু নয়। ম্যাচে চালকের আসনে ছিল রিয়ালই। সুযোগ তৈরি, গোলের জন্য শট ও লক্ষ্যে রাখা- সব কিছুতেই অনেক এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ।
৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ছিল রিয়াল মাদ্রিদ। তারা ১৮টি শট নিয়ে পাঁচটি ছিল লক্ষ্যে রেখেছিল। ওসাসুনার দুটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারে নি।
লা লিগায় রিয়ালের পরবর্তী ম্যাচ আগামী ২৪ আগস্ট ওভেইদোর বিপক্ষে।