দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :টিম ইন্ডিয়ার ২০২৫ সালের এশিয়া কাপ স্কোয়াড নিয়ে প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞদের মধ্যে চলছে বিস্তর আলোচনা। সূর্যকুমার যাদবের সহকারী হিসেবে শুভমান গিলের টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তনে কয়েকজন খেলোয়াড়কে জায়গা ছাড়তে হয়েছে। এতে দলে সুযোগ পাননি যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আইয়ার। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের মতে, গিলের ফেরায় সঞ্জু স্যামসনকেও বেঞ্চে বসতে হবে।
ভারতের ১৫ সদস্যের দলে জয়সওয়াল ও আইয়ারের জায়গা না হওয়ায় নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন অশ্বিন। তিনি স্বীকার করেছেন যে দল নির্বাচন একটি কঠিন ও অকৃতজ্ঞ কাজ, তবে আশা প্রকাশ করেছেন যে অবহেলিত খেলোয়াড়দের কাছে বিসিসিআই নির্বাচকমণ্ডলীর নেওয়া সিদ্ধান্তের কারণগুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে।
অশ্বিন তার ইউটিউব চ্যানেল ‘আশ কি বাত’-এ বলেছেন, “দেখুন, আমি বুঝতে পারি দল নির্বাচন মোটেই সহজ নয়, বরং একপ্রকার অকৃতজ্ঞতার কাজ। কাউকে বাদ দেওয়া বা কাউকে জানানো যে সে দলে নেই—এটা খুবই কঠিন। নির্বাচকদের খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হয়, তাদের কষ্ট বোঝাতে হয়। আমি আশা করি শ্রেয়স আইয়ার এবং যশস্বী জয়সওয়ালকে ফোন করে জানানো হবে কেন তারা দলে সুযোগ পাননি।”
তিনি আরও যোগ করেন, “সত্যি বলতে, শুভমান গিলের নির্বাচন আমি বুঝতে পারছি। তিনি দলের সহ-অধিনায়ক এবং আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে প্রচুর রান করেছেন। টি-টোয়েন্টিতে জায়গা পাওয়ার যোগ্যতাও তার রয়েছে।” তবে অশ্বিনের মতে, যদিও গিল দলে থাকার যোগ্য ছিলেন, নির্বাচকরা জয়সওয়াল ও আইয়ারের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করেননি।
অশ্বিন বলেন, “২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যশস্বী জয়সওয়াল তৃতীয় ওপেনার হিসেবে ছিলেন, কিন্তু এবার বিশ্বকাপের দল থেকে কাউকে সরিয়ে শুভমান গিলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি বলতে চাই, এতে সমস্যা নেই, আমি শুভমানের জন্য খুশি। তবে যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ারের জন্য আমি ভীষণ দুঃখিত। এই দুই তরুণের সঙ্গে এমনটা হওয়া একেবারেই ন্যায্য নয়।”
আগারকর ইঙ্গিত দিয়েছেন যে গিলকে তিনটি ফর্ম্যাটেই ভবিষ্যতে ভারতের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে, সেই কারণেই তাকে টি-টোয়েন্টির সহ-অধিনায়ক করা হয়েছে। তবে অশ্বিনের মতে, এই ধরনের পদক্ষেপ আসলে প্রয়োজনীয় ছিল না।
অশ্বিন বলেন, “জয়সওয়ালও দারুণ ফর্মে আছে। হয়তো নির্বাচকেরা ভবিষ্যতের জন্য শুভমান গিলকে নেতৃত্বের মুখ হিসেবে ভাবছেন, এমনকি তিনি তিন ফরম্যাটের অধিনায়কও হতে পারেন। তবে সব ফরম্যাটেই একই অধিনায়ক থাকা যে জরুরি নয়, সেটাও মনে রাখা উচিত।”
সূর্যকুমারের ডেপুটি হিসেবে গিলের পদোন্নতির ফলে ভারতীয় একাদশে তার জায়গা কার্যত নিশ্চিত হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, তিনি অভিষেক শর্মার সঙ্গে ভারতের ইনিংস ওপেন করবেন। আর এ কারণে ম্যানেজমেন্টকে সঞ্জু স্যামসনকে বেঞ্চে বসিয়ে রাখতে হতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, “সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, গিলকে সহ-অধিনায়ক করা হয়েছে, আর তাই সঞ্জু স্যামসনের জায়গাও এখন হুমকির মুখে। সঞ্জু খেলবেন না, শুভমান গিলই দলে নামবেন এবং ওপেনিং করতেও নামবেন।”