Country

1 month ago

Monsoon fury: প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্যর বিভিন্ন এলাকা

Delhi-NCR heavy rain
Delhi-NCR heavy rain

 

লখনউ, ১৪ আগস্ট : বর্ষা ক্রমেই জোরালো হচ্ছে উত্তর ভারতে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের বরেলি, লখিমপুর, পিলিভিট, সীতাপুর, বলরামপুর, শাহজাহানপুর-সহ বহু জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলমগ্ন উত্তর প্রদেশের রাজধানী লখনউ শহর। গোমতী নগরেও হাঁটু জল। হিমাচল প্রদেশের চাম্বা, কাংরা ও মান্ডিতেও কমলা সতর্কতা জারি রয়েছে। এ ছাড়াও কুলু, শিমলা, সোলান-সহ সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা আছে। কিন্নৌরে মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান নেমেছে। ঋষি ডোগরি ভ্যালির হোজি লুংপা নালায় হড়পা বান দেখা দিয়েছে। উত্তরাখণ্ডের অবস্থাও খারাপ। উত্তরকাশীতে এখনও ভয়াবহ বৃষ্টি চলছে। শ্রীকণ্ঠ পর্বতশ্রেণিতে হিমবাহ ভেঙে গিয়ে ভাগীরথীর জল বেড়ে গিয়েছে। নদীর মুখও কিছুটা বদলে গিয়েছে।


You might also like!