মুম্বই, ১৬ আগস্ট : প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল বাণিজ্যনগরী মুম্বইয়ে। একটানা মুষলধারে বৃষ্টিতে রাস্তায় জল জমে গিয়েছে নানা স্থানে, জলমগ্ন হয়ে পড়েছে রেললাইনও। ফলে ট্রেন পরিষেবাও কিছুটা প্রভাবিত হয়েছে। শুক্রবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে মুম্বইয়ে।নবি মুম্বই ও সংলগ্ন এলাকায় একটানা বৃষ্টিপাতের ফলে ভাশিতে জল জমে গিয়েছে। দাদর রেল স্টেশনে রেললাইনে জল জমে গিয়েছে। ভারী বৃষ্টিতে মুম্বইয়ের বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমে গিয়েছে। কিং সার্কেল, সাইন রেল স্টেশন, গান্ধী মার্কেট সর্বত্রই জল জমে গিয়েছে। এছাড়াও আন্ধেরি সাবওয়ে, কুর্লা ও চেম্বুর প্রভৃতি এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়েছে।