kolkata

2 hours ago

WBJEE 2025 Result Out: অবশেষে প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্স ২০২৫-এর ফল, সুপ্রিম কোর্টের নির্দেশেই কাটল জট!

WBJEE 2025 Result Out
WBJEE 2025 Result Out

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৫-এর ফলাফল। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনি টানাপোড়েনের পর শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্ত হল ফলপ্রকাশের পথ। নির্ধারিত সময়ের কিছু আগেই ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। প্রসঙ্গত, গত ২৭শে এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। সাধারণত জুন মাসেই ফলপ্রকাশ হয়ে গেলেও এবছর তা প্রায় এক মাসেরও বেশি সময় পিছিয়ে যায়। কারণ, রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একাধিক মামলায় জট তৈরি হয়। কলকাতা হাই কোর্টে এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে ওবিসি শংসাপত্র  নিয়ে প্রশ্ন তুলে ফলপ্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেয় আদালত। তারই প্রতিবাদে রাজ্যের কয়েকজন অভিভাবক সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন।

শুক্রবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাই কোর্টের রায়ের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। বলা হয়, ওবিসি সংরক্ষণ নিয়ে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশে কোনও বাধা থাকবে না। এই নির্দেশের পরই রাজ্য জয়েন্ট বোর্ড দ্রুত ফলপ্রকাশ করে। বোর্ডের এক  আধিকারিক জানান, “আমরা প্রস্তুত ছিলাম। শুধু আদালতের রায় চেয়েছিলাম। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল প্রকাশ করা হয়।” চলতি বছরে প্রায় সাড়ে ১ লক্ষ পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছিলেন। এত দেরিতে ফলপ্রকাশ সাম্প্রতিক কালে নজিরবিহীন। ফলে, পরীক্ষার্থীরা একাধিক কাউন্সেলিংয়ে অংশ নিতে না পারার আশঙ্কায় ছিলেন। এখন ফল প্রকাশের পর রাজ্য ও কেন্দ্রীয় স্তরে ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল কলেজে ভর্তির পথও খুলে গেল।  বোর্ড জানিয়েছে, খুব শীঘ্রই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্কোর এবং মেধাতালিকা দেখতে পারবেন।  

জয়েন্ট এন্টান্স পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফল পড়ুয়াদের শুভেচ্ছা, অসফলদের প্রতি সমবেদনার পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশে দেরি হওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরি হল। কিন্তু আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরও সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।‘

নিম্নে রইল প্রথম ১০-এর তালিকা- 

• জয়েন্টের মেধা তালিকায় প্রথম পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী।

• জয়েন্টে দ্বিতীয় কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস।

• তৃতীয় স্থানে রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।

• জয়েন্টে চতুর্থ রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের অরিত্র রায়।

• জয়েন্টের মেধা তালিকায় পঞ্চম দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের তৃষাণজিৎ দোলই।

• মেধা তালিকায় ষষ্ঠ মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সাগ্নিক পাত্র।

• জয়েন্টে সপ্তম বর্ধমান মডেল স্কুলের সম্বিত মুখোপাধ্যায়।

• জয়েন্টে অষ্টম খড়গপুরের ডিএভি মডেল স্কুলের অর্চিষ্মান নন্দী। 

• জয়েন্টে নবম রাজারহাটের দিল্লি পাবলিক স্কুলের প্রতীক ধানুকা।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি আগামী সোমবার। তবে তার আগেই জয়েন্ট পরীক্ষার্থীদের জন্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ বড় স্বস্তি নিয়ে এল। এখন নজর থাকবে আগামী শুনানিতে ওবিসি সংরক্ষণ নিয়ে কী স্থায়ী রায় দেয় শীর্ষ আদালত।

You might also like!