Entertainment

2 hours ago

Miss Universe India 2025 : আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি মনিকা, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫-এর মুকুট জয় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রীর!

Manika Vishwakarma from Rajasthan wins the Miss Universe India 2025 crown
Manika Vishwakarma from Rajasthan wins the Miss Universe India 2025 crown

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতার আসরে নতুন ইতিহাস রচনা করলেন রাজস্থানের কন্যা মনিকা বিশ্বকর্মা। রবিবার, ১৮ই আগস্ট জয়পুরের সীতাপুরায় অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে তিনি মুকুট জিতে নিলেন ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫’-এর খেতাব। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪৮ জন প্রতিযোগীর মধ্যে আত্মবিশ্বাস, জ্ঞান এবং ব্যক্তিত্বের বহরেই সবার নজর কাড়েন মনিকা। শেষ পর্যন্ত ফাইনালের প্রশ্নোত্তর পর্বে তাঁর নিপুণতা এবং সাবলীল উত্তরই তাঁকে অন্যদের থেকে এগিয়ে রাখে।   

এই জয়ের ফলে এবার মনিকা বিশ্বকর্মা ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন। আগামী ২১শে নভেম্বর থাইল্যান্ডে শুরু হতে চলেছে মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতা। সেখানে দেশের প্রতিনিধি হিসেবে মনিকার নাম ঘোষণা হতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। জয়পুরে অনুষ্ঠিত এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক নামী বিচারক। তাঁদের মধ্যে ছিলেন মিস ইউনিভার্স ইন্ডিয়ার কর্ণধার নিকিল আনন্দ, অভিনেত্রী ও প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উর্বশী রাউতেলা এবং খ্যাতনামা পরিচালক ফারহাদ সামজি। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে মনিকার পারফরম্যান্স যেমন দর্শকদের অভিভূত করেছে, তেমনি বিচারকদের কাছ থেকেও সর্বোচ্চ নম্বর আদায় করে নিয়েছে। উত্তর প্রদেশের তানিয়া শর্মা এই প্রতিযোগিতায় প্রথম রানার-আপের স্থান দখল করেন ৷ দ্বিতীয় রানার আপ হয়েছেন হরিয়ানার মেহক ধিংড়া। 

কোন প্রশ্নের উত্তরের মাধ্যমে মুকুট জিতলেন মনিকা? 

ফাইনালের প্রশ্নোত্তর পর্বে মনিকার বুদ্ধিমত্তা স্পষ্টভাবে ফুটে উঠেছিল ৷ যেখানে তাঁকে নারী শিক্ষার পক্ষে নিজের বক্তব্য রাখা অথবা দারিদ্র্যসীমার নীচে থাকা পরিবারগুলিকে অর্থনৈতিক সহায়তা প্রদান- কোন বিষকে প্রাধান্য দেবেন তা জানতে চাওয়া হয় ৷

মনিকা বলেন, "এই দুটো বিষয় মুদ্রার এপিঠ-ওপিঠ ৷ শিক্ষা যে কোনও নারী বা মহিলার মৌলিক অধিকার ৷ তা থেকেই একটা সময় নারীরা বঞ্চিত ছিল। এই বঞ্চনাই দারিদ্রতা দিকে পরিচালিত করেছে। যদি আমাকে বেছে নিতে হয়, তাহলে আমি নারী শিক্ষাকেই বেছে নেব। কারণ শিক্ষা কেবল একটা জীবন বদলে দেয় না, বরং একটি সম্পূর্ণ প্রজন্মকে বদলে দেয়। যদিও দুটি বিষয়েরই সামাজিক গুরুত্ব রয়েছে ৷ তবে শিক্ষার দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে।" তাঁর এই উত্তর বিচারকদের মন ছুঁয়ে যায় ৷ আর ফাইনাল প্রশ্নোত্তর পর্বে সেরার সেরা মুকুট ওঠে মনিকার মাথায় ৷ 


 কে এই মনিকা বিশ্বকর্মা ? 

• মনিকা মূলত রাজস্থানের শ্রী গঙ্গানগরের বাসিন্দা ৷ তিনি বর্তমানে দিল্লিতে থাকেন। মনিকা রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন ৷ তিনি পড়াশোনার পাশাপাশি এই প্রতিযোগিতার প্রস্তুতি চালিয়ে গিয়েছেন ৷ তিনি এর আগে মিস ইউনিভার্স রাজস্থান 2024 খেতাব জয় করেছেন ৷ 

• মনিকা একজন প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী ৷ ললিত কলা একাডেমি এবং জেজে স্কুল অফ আর্টস থেকে তিনি স্বীকৃতি পেয়েছেন। মনিকা বিদেশ মন্ত্রক দ্বারা আয়োজিত বিমসটেক সেভোকনে ভারতের প্রতিনিধিদের মধ্যে একজন ছিলেন। 

• অনেক কম বয়স থেকেই মনিকা এই জগতে আসার স্বপ্ন দেখছিলেন ৷ তা সত্যি করার জন্য অনেক আগে থেকেই নানা প্রশিক্ষণ নিতে শুরু করে দেন ৷ এরপর ভাল সুযোগের আশায় তিনি দিল্লি আসেন ৷ সেখানে আরও ভালো প্রশিক্ষণ নিতে শুরু করেন ৷ মনিকার মতে, প্রতিযোগিতা কেবল সৌন্দর্যের বিচার করে না তা চরিত্র বিকাশ ঘটাতে ও অন্যদের অনুপ্রাণিত করতেও সাহায্য করে ৷ 

• মনিকা তাঁর অ্যাডভোকেসি কাজের জন্য স্বীকৃতি পেয়েছেন। তিনি নিউরোনোভা প্রোগ্রামের প্রতিষ্ঠাতা, যা নিউরোডাইভারজেন্স সম্পর্কে সচেতনতা তৈরিতে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত ৷ বিশেষ করে ADHD-এর সঙ্গে ভিন্ন ক্ষমতা সম্পর্কে সচেতনতা তৈরিতে সহায়তা করে। 

মুকুট জয়ের পর মনিকা বলেন, "এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না ৷ অসাধারণ ৷ আমি আমার মেন্টর, অভিভাবক, শিক্ষক ও বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা এই জার্নিতে আমার পাশে ছিল ৷ আমি ভারতের জন্য কিছু করতে চাই ৷ আর মিস ইউনিভার্স মুকুট আনতে চাই ৷" মনিকার সাফল্যে উল্লসিত সমগ্র রাজস্থান। শুধু রাজ্যই নয়, তাঁর এই জয় গোটা দেশকেই আন্তর্জাতিক পরিসরে নতুন গৌরবে ভরিয়ে দিল। আগামী নভেম্বর থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি হিসেবে মঞ্চে উঠবেন মনিকা বিশ্বকর্মা।   

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫’-এর মঞ্চ যেমন একঝলক গ্ল্যামার ও তারকাখচিত আয়োজনের সাক্ষী থেকেছে, তেমনই দেশের তরুণ প্রজন্মের কাছে এক নতুন প্রেরণার গল্পও বয়ে এনেছে। আগামী দিনে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্ব প্রতিযোগিতায় মনিকা ভারতের প্রতিনিধি হিসেবে কেমন পারফর্ম করেন, সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ।


You might also like!