kolkata

1 hour ago

Durga Puja 2025: এই পুজোয় আসছে মুখ্যমন্ত্রীর লেখা গানদের অ্যালবাম!

Kolkata Durga Puja, Mamata Banerjee writes 17 songs
Kolkata Durga Puja, Mamata Banerjee writes 17 songs

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুজোয় তার লেখা ১৭টি গান প্রকাশ করবেন। বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি নিজেই এই ঘোষণা করেন। শোনা যাচ্ছে যে কলকাতার বিখ্যাত পুজো কমিটি টালা প্রত্যয়ের থিম সংটিও তিনি লিখতে পারেন।এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার বড় পুজো সুরুচি সংঘের থিম সং লিখেছিলেন। গত কয়েক বছর ধরে তিনি সুরুচি সংঘের দুর্গাপূজার জন্য গান লিখছেন। এবার শোনা যাচ্ছে, তিনি উত্তর কলকাতার অন্যতম সেরা একটি পুজোর থিম সংও লিখবেন। তবে সেই গানটি কী হবে, তা এখনও জানা যায়নি। সূত্র অনুযায়ী, সঠিক সময়ে গানটি প্রকাশিত হবে।

আগে সুরুচি সংঘের ‘মাগো তোমার এত রূপ দেখিনি তো আগে..’র মতো জনপ্রিয় গানের কথা লিখেছিলেন তিনি। ২০২৩ সালে স্পেন সফরের সময় সেই গান লিখেছিলেন তিনি। মুখ‌্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গান সুরুচির হয়ে বিভিন্ন বছরে গেয়েছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু, শান, জিৎ গঙ্গোপাধ‌্যায়, পলক মুচ্ছলের মতো বলিউডের শিল্পীরা। সব ঠিক থাকলে এইবার সেই তালিকায় জুড়তে চলেছে টালা প্রত্যয়ের নামও। এছাড়াও পুজোয় মমতার উপহার আরও ১৬টি গান।

এদিকে বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে বাঙালি অস্মিতার গান বেঁধেছেন মমতা। লিখেছেন, ‘ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান…।’ যা গেয়ে শুনিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। গান লেখার পাশাপাশি মমতা কবিতাও লেখেন সে কথা প্রায় সবার জানা। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানিয়েছেন, মোট দেড় হাজার কবিতা তিনি ইতিমধ্যেই লিখে ফেলেছেন। সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, পুজোয় এবার তাঁর সব মিলিয়ে ১৭টি গান প্রকাশ পাবে।

You might also like!