দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ৩০ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সুরের জাদু ছড়াবেন শ্রেয়া ঘোষাল— এমনটাই ঘোষণা করেছে আইসিসি। এর আগে ২০২৫ আইপিএলের উদ্বোধনী মঞ্চেও গান গেয়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।
কেবল উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করাই নয়, আসন্ন মহিলা বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম ‘ব্রিং ইট হোম’টিও শ্রেয়ার গাওয়া। এবার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চও মাতাবেন তিনি। তবে অনুষ্ঠানে আর কোনও শিল্পী থাকবেন কিনা, আইসিসির তরফ থেকে এখনও তা জানানো হয়নি। বৃহস্পতিবার শ্রেয়ার নাম ঘোষণার পাশাপাশি বিশ্বকাপের টিকিট বিক্রির বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে আইসিসির তরফে।
আইসিসির আন্তর্জাতিক টুর্নামেন্টের ইতিহাসে নিম্নতম দামে ছাড়া হচ্ছে মহিলাদের বিশ্বকাপের টিকিট। ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। গ্রুপ পর্বের খেলার টিকিট বিক্রির দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর থেকে। এই পর্বে টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছে মাত্র একশো টাকা। এক যুগ পর ভারতে হচ্ছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ। আইসিসির আশা, টিকিটের দাম কম রাখলে প্রচুর দর্শক মাঠে আসবেন। মহিলা ক্রিকেটের জন্য গলা ফাটাবেন ক্রিকেটপ্রেমীরা।
প্রসঙ্গত, পুরুষদের বিশ্বকাপের থেকেও বেশি পুরস্কার মূল্য থাকছে এবারের মহিলাদের বিশ্বকাপে। ২০২৩-র পুরুষদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া যত পুরস্কারমূল্য পেয়েছিল, চলতি বছর মহিলাদের ওয়ানডে বিশ্বজয়ীরা তার থেকে বেশি অর্থ পাবে। মোট পুরস্কারমূল্যও পুরুষদের তুলনায় ৩৪ কোটি টাকা বেশি। মোট পুরস্কার মূল্য দাঁড়িয়েছে ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলারে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২২ কোটি টাকা। যার মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২-এ মহিলাদের বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পেয়েছিল ৩.৫ মিলিয়ন ডলার।