দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন সামনে রেখে, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ছবিটি ইচ্ছাকৃতভাবে বাংলার খ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
বৃহস্পতিবার মেয়ো রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে এই ইস্যুতে আরও একবার সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “বাংলার ইতিহাস ভুলে গিয়েছে এরা। মগজে মরুভূমি। বাংলার বদনাম করার জন্য সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে।” বলে রাখা ভালো, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে বাংলাকে অসম্মানের অভিযোগ উঠেছে আগেই। ট্রেলার দেখে বিবেকের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করেছেন গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়। বাংলায় ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই ছবির মাধ্যমে কোনও দলকে রাজনৈতিক ফায়দা দিতে চাইছেন বিবেক, স্বাভাবিকভাবে উঠছে সে প্রশ্ন।
মমতা এদিন আরও একবার বলিউড ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’-তে শহিদ বঙ্গসন্তান ক্ষুদিরাম বসুকে নিয়ে ভুল তথ্যের প্রতিবাদ জানান। এই প্রসঙ্গে বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, “ক্ষুদিরাম বসুকে ছবিতে বলে দিল ‘সিং’। সে যখন ফাঁসির মঞ্চে গান গাইল তখন তোমরা কোথায় ছিলে বাম-রাম-শ্যামেরা? জগাই, মাধাইরা? তোমাদের পূর্বপুরুষরা তো ব্রিটিশের দালালি করেছিল। তারপর মুচলেকা দিতে হয়েছিল।” ক্ষুদিরামের ফাঁসির নথি ইতিমধ্যে পুলিশ মিউজিয়ামে সংরক্ষণের নির্দেশও দিয়েছেন মমতা।