Country

2 hours ago

IED blast in Bijapur: বিজাপুরে আইইডি বিস্ফোরণে এক জওয়ানের মৃত্যু, আহত আরও দু'জন

IED blast by Naxalites in Bijapur district during an anti-Maoist operation
IED blast by Naxalites in Bijapur district during an anti-Maoist operation

 

বিজাপুর, ১৮ আগস্ট : ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক জওয়ানের। এছাড়াও আরও দু'জন জওয়ান আহত হয়েছেন। বিজাপুর জেলার ন্যাশনাল পার্ক এলাকায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে এই হতাহতের ঘটনা।

সোমবার সকালে পুলিশের এক কর্তা জানিয়েছেন, বিজাপুর জেলার ন্যাশনাল পার্ক এলাকায় আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক জওয়ানের। এছাড়াও আরও দু'জন জওয়ান আহত হয়েছেন। আহত দুই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ বলেছেন, বিজাপুর ডিআরজি টিমের জওয়ান দীনেশ নাগ প্রাণ হারিয়েছেন এবং আইইডি বিস্ফোরণে তিন জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানদের অবস্থা আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে।

You might also like!