নয়াদিল্লি, ২০ আগস্ট : স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর এমনটাই জানালেন দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। বুধবার সকালে নিজ বাসভবনে আক্রান্ত হন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
তাঁর সঙ্গে দেখা করার পর মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেছেন, "মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। আক্রমণকারী গত ২৪ ঘন্টা ধরে রেকি করছিল। সে রেখা গুপ্তার শালিমার বাগের বাসভবনেও গিয়েছিল। সে সেখানেও ভিডিও করেছিল। এটা স্পষ্ট যে সে আক্রমণ করার উদ্দেশ্যে এসেছিল; তার হাতে কোনও জনশুনানির কাগজপত্র ছিল না। গতকালের ভিডিওগুলি তার ফোনে পাওয়া গেছে। তার আক্রমণ করার উদ্দেশ্য স্পষ্ট। জনশুনানি চলতে থাকবে। দিল্লির জন্য কাজ চলবে। দিল্লির মুখ্যমন্ত্রী একজোট হয়ে কাজ করবেন।"