দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টলিউডে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত তামিল ছবি মাধারাসি (Madharaasi)। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন শিবকর্তিকেয়ন (Sivakarthikeyan) ও রুকমিনি বসন্ত (Rukmini Vasanth)। পরিচালনায় আছেন খ্যাতনামা পরিচালক এ. আর. মুরুগাদস (A. R. Murugadoss)। ২০২৪ সালে আয়লান (Ayalaan) ও অমরান (Amaran)-এর সাফল্যের পর শিবকর্তিকেয়নকে ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে ছিল, আর মুরুগাদসের জন্য এটি ছিল একপ্রকার প্রত্যাবর্তনের লড়াই।
ছবিটি নিয়ে প্রতিক্রিয়া আপাতত মিশ্র। অনেকেই বলছেন, গল্পটি যথেষ্ট আকর্ষণীয় ও বিনোদনমূলক। বিশেষত শিবকর্তিকেয়নের অভিনয় ও রুকমিনি বসন্তের স্বতঃস্ফূর্ত পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। তবে সমালোচকদের একাংশ মনে করছেন, কাহিনি বেশ পূর্বনির্ধারিত এবং দ্বিতীয়ার্ধ কিছুটা ধীরগতির। কারও মতে, আবেগঘন দৃশ্যগুলির কারণে ছবির গতি মাঝে মাঝে স্তিমিত হয়েছে। তবুও বেশিরভাগ নেটিজেন ছবিটিকে “আকর্ষণীয়” এবং “বিনোদনমূলক” বলে উল্লেখ করেছেন।
প্রথম দিনের ব্যবসা নিয়েও আশাবাদী ট্রেড অ্যানালিস্টরা। অনুমান করা হচ্ছে, শুধুমাত্র ভারতে মুক্তির প্রথম দিনেই ছবিটি প্রায় ১০ কোটি টাকার ব্যবসা করতে পারে। তবে দীর্ঘমেয়াদী সাফল্য অনেকটাই নির্ভর করবে প্রচারের উপর। প্রতিযোগিতায় রয়েছে আন্তর্জাতিক হরর ফ্র্যাঞ্চাইজি The Conjuring: Last Rites এবং বলিউডের Baaghi 4, ফলে দর্শক টানতে মুরুগাদস ও শিবকর্তিকেয়নের জুটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে।
মুরুগাদসের পরিচালনায় আগের মতোই তীক্ষ্ণ অ্যাকশন সিকোয়েন্স বজায় রয়েছে, যা দর্শকদের দৃষ্টি কেড়েছে। শিবকর্তিকেয়নের অভিনয়ে নতুনত্ব এবং রুকমিনির আবেগঘন অভিনয় ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে। সংগীত পরিচালনায় ছিলেন অনিরুদ্ধ রবিচন্দর (Anirudh Ravichander), যার সাউন্ডট্র্যাক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। প্রিমিয়ার শোতেও দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
সব মিলিয়ে মাধারাসি (Madharaasi) একটি অ্যাকশন থ্রিলার, যেখানে বিনোদনের সমস্ত উপাদান উপস্থিত। অনবদ্য কাহিনি সঙ্গে শিবকর্তিকেয়নের শক্তিশালী অভিনয়, রুকমিনির নতুন সম্ভাবনা আর মুরুগাদসের অ্যাকশন-প্যাকড স্টাইল ছবিটিকে বড়পর্দায় প্রাণবন্ত করে তুলেছে। প্রাথমিক প্রতিক্রিয়া অনুযায়ী, ছবিটি দর্শককে টানতে সক্ষম হলেও টিকে থাকার জন্য দর্শকদের প্রশংসাই নির্ধারণ করবে এর ভবিষ্যৎ পথ।
#Madharaasi :- What begins as a promising action thriller slowly slips away. The romantic track derails momentum, and by the second half, the film loses steam completely. SK holds ground, action clicks, but Anirudh’s music disappoints. ARM’s idea had spark, execution didn’t. pic.twitter.com/TqnPK1C6vr
— RJ Reviews! (@jaswanth3769) September 5, 2025