নয়াদিল্লি, ২৫ আগস্ট : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গুজরাটের রাজকোট থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অটো চালককে। সে প্রধান অভিযুক্ত রাজেশের বন্ধু বলে জানিয়েছে পুলিশ। কিছু দিন আগে জনশুনানির সময় আক্রান্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেই হামলার ঘটনায় মূল অভিযুক্ত ওই দিন গ্রেফতার হয়েছিল। এবার দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ।