Entertainment

3 hours ago

BIGG BOSS 19: বিগ বস ১৯–এ আত্মপ্রকাশ অমল মালিক-র, শোনালেন তাঁর নিজস্ব জীবনের অজানা গল্প!

Amaal Mallik at the opening of Bigg Boss 19
Amaal Mallik at the opening of Bigg Boss 19

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক অমল মালিক সম্প্রতি রিয়েলিটি শো বিগ বস ১৯–এর জমজমাট আসরে প্রবেশ করেছেন। সঙ্গীত জীবনের পাশাপাশি তিনি ব্যক্তিগত জীবনের নানা দিকও এই প্ল্যাটফর্মে তুলে ধরার পরিকল্পনা করছেন। 

অমল মালিকের সঙ্গীত ক্যারিয়ার বলিউডের বহু হিট ছবিতে সমৃদ্ধ। তিনি পরিচালনা করেছেন ‘জয় হো’, ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ এবং ‘কবীর সিং’–এর মতো হিট মিউজিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন, অনেক সময় ভক্তরা তাঁকে ভিকি কৌশল, রণবীর সিং বা আদিত্য রায় কাপুর–এর সঙ্গে ভুল বুঝে থাকেন। অমল জানান, “যখন আমি বিনি পরিধান করি, মানুষ আমাকে আদিত্য রায় কাপুর মনে করেন। দাড়ি রাখলে আমাকে আরজুন কাপুর মনে করেন। ওজন কমালে ভিকি কৌশল মনে করেন, আর চুল বড় করলে রণবীর সিং মনে করেন।” এই ভুল বোঝাবুঝি সত্ত্বেও তিনি চান মানুষ তাঁকে সঙ্গীতের মানুষ হিসেবেই চিনুক।  তিনি আরও বলেন, “আমি কখনো কাজ হারানোর ভয় পাই না। যখন ২–৩ জন প্রযোজক আমাকে বড় ছবির কাজ থেকে বাদ দেন, আমি খুশি মনে ছুটিতে চলে যাই। জীবনের সঙ্গে আনন্দ ও সঙ্গীতকে সমন্বয় করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।” 

বিগ বস ১৯–এ অংশগ্রহণের মাধ্যমে অমল মালিক শুধুমাত্র একজন সঙ্গীত পরিচালক হিসেবেই নয়, বরং একজন সাধারণ মানুষ এবং শিল্পী হিসেবেও দর্শকদের সামনে আসার সুযোগ পাচ্ছেন। তিনি আশা করছেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকরা তাঁকে আরও ভালোভাবে জানতে পারবেন এবং তার ব্যক্তিগত ও সৃজনশীল দিকগুলো উপভোগ করতে পারবেন। অমল মালিকের এই উদ্যোগ সঙ্গীত ও বিনোদন জগতে ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে। দর্শকরা শুধুমাত্র তার সঙ্গীত নয়, তার ব্যক্তিগত জীবন ও চিন্তাধারার সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হবেন।

You might also like!