দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার চাঞ্চল্যকর মোড়। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হলেও শেষরক্ষা হল না তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। সোমবার সকালে নতুন করে তাঁকে গ্রেপ্তার করল ইডি।
সোমবার ভোর থেকে আন্দি গ্রামে বড়ঞার বিধায়কের বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। এরপর ইডির একাধিক আধিকারিক বাড়ির ভিতরে প্রবেশ করেন। টানা চারঘণ্টা ধরে জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জেরেই তাঁকে গ্রেপ্তার করে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে নতুন করে একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ উঠে এসেছে। তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ অপরিহার্য।
এর আগে ২০২৩ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। সেবারও তাঁর বাড়ি থেকেই তল্লাশি শুরু হয়েছিল। এমনকি তদন্তকারীদের তথ্য গোপন করতে নিজের দামি ফোন পুকুরে ফেলে দেওয়ার ঘটনাও প্রকাশ্যে এসেছিল। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। কিন্তু এবার ইডির গ্রেপ্তারি পরিস্থিতিকে আরও জটিল করল। ইডি সূত্রে খবর, সোমবারই তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। আজই পেশ করা হবে ব্যাঙ্কশাল আদালতে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এই ঘটনায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে। শাসকদলের বিধায়ককে ফের গ্রেপ্তার হওয়ায় বিরোধীরা তৃণমূলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, তৃণমূল শিবির অভিযোগ তুলেছে, রাজ্যকে রাজনৈতিকভাবে চাপে রাখতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে।