বুলন্দশহর, ২৫ আগস্ট : উত্তর প্রদেশের বুলন্দশহর জেলায় ট্রাক্টর ট্রলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি কন্টেইনার ট্রাক। সোমবার ভোররাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ জন, এছাড়াও কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন। বুলন্দশহরের এসএসপি দীনেশ কুমার সিং বলেছেন, সোমবার ভোররাত ২:১০ মিনিট নাগাদ বুলন্দশহর-আলিগড় সীমান্তে আরনিয়া বাইপাসের কাছে দুর্ঘটনাটি ঘটে। বুলন্দশহর থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ঘাটাল গ্রামের কাছে, কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেদিতে যাওয়া গোগাজী ভক্তদের ট্রাক্টর-ট্রলিতে ধাক্কা মারে একটি কন্টেইনার ট্রাক। তাতেই ৯ জনের মৃত্যু হয় এবং কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের খুর্জার কৈলাস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিনিয়র পুলিশ সুপার (গ্রামীণ) দীনেশ কুমার সিং বলেন, "ট্র্যাক্টর-ট্রলিতে প্রায় ৬১ জন ছিলেন, তাঁরা কাসগঞ্জ জেলার রাফাতপুর গ্রাম থেকে রাজস্থানের জহরপীরে তীর্থযাত্রার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ভোররাত ২:১০ মিনিট নাগাদ আরনিয়া বাইপাসের কাছে বুলন্দশহর-আলিগড় সীমান্তে দুর্ঘটনাটি ঘটে। একটি কন্টেইনার ট্রাক পেছন থেকে ট্র্যাক্টর-ট্রলিকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলেই ৮ জন মারা যান, পরে আরও একজনের মৃত্যু হয় এবং ৪২ জন হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক।" ট্রাক এবং ট্র্যাক্টরের সংঘর্ষের বিষয়ে মেরঠ রেঞ্জের ডিআইজি কলানিধি নৈথানি বলেন, "সকালে খবর পাওয়া যায় যে, একটি কন্টেইনার ট্রাক একটি ট্র্যাক্টর ট্রলিকে ধাক্কা দিয়েছে। এই ট্র্যাক্টর ট্রলিটি কাসগঞ্জ থেকে আসছিল, যেখানে প্রায় ৬১ জন যাত্রী ছিলেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। প্রায় ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালক এখনও পলাতক।"