দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক টানাপোড়েন সরিয়ে রেখে ফের সৌজন্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের উন্নয়নের স্বার্থে বিরোধী দলের জনপ্রতিনিধিদেরও এক মঞ্চে টানলেন তিনি। সোমবার নবান্নে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক, যেখানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন বিজেপির দুই নেতা।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুকে। পাশাপাশি, আমন্ত্রিত তালিকায় রয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকেও। দু’জনকেই নবান্নের তরফে লিখিত আমন্ত্রণপত্র পাঠানোর পাশাপাশি ফোন করেও বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালে শিলিগুড়িতে আয়োজিত আদিবাসী কাউন্সিলের বৈঠকেও যোগ দিয়েছিলেন দশরথ তিরকে।
ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারপার্সন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১২ সালে আদিবাসীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এই কাউন্সিল গঠন করেছিলেন তিনি। এর আগে কলকাতা, জলদাপাড়া ও উত্তরকন্যায় অনুষ্ঠিত হয়েছে কাউন্সিলের তিনটি বৈঠক। এবার নবান্নে হচ্ছে চতুর্থ বৈঠক। প্রশাসনিক সূত্রে খবর, এদিনের বৈঠকে আদিবাসী সমাজের উন্নয়নের নানা বিষয় উঠে আসবে আলোচনায়। বিশেষ করে আদিবাসীদের জাতি শংসাপত্র প্রদান, পড়াশোনা ও হস্টেলের ব্যবস্থা, ভূমির পাট্টা বিতরণ, বয়স্কদের জন্য পেনশনের সুবিধা— এমন একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে। আদিবাসী সমাজকে মূল ধারার উন্নয়নের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এ বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বিরোধী শিবিরকেও এক টেবিলে বসিয়ে এই আলোচনায় যুক্ত করা নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর সৌজন্য এবং গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন। অন্যদিকে, আদিবাসী সমাজের উন্নয়নে সরকার প্রকৃতই উদ্যোগী, সেটাই আবারও স্পষ্ট হয়ে গেল এই বৈঠকের মাধ্যমে।