নয়াদিল্লি, ২৪ আগস্ট : টানা বৃষ্টিতে জম্মুতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার সকালেও মুষলধারে বৃষ্টি হয়েছে জম্মু শহরে। টানা ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু শহরের অনেকাংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আবার রাজস্থানের নিম কা থানায় ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তায় জল জমে গিয়েছে। রাজস্থানেও চলছে বৃষ্টির দুর্যোগ।
ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রাজধানী দিল্লিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এমনই আবহাওয়া থাকবে রাজস্থান ও গুজরাটেও। আইএমডি আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব রাজস্থানে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিন দেশের পূর্ব ও মধ্য অংশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড এবং পশ্চিম রাজস্থানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত।