শোণিতপুর (অসম), ১৪ আগস্ট : শ্র্রাবণ মাসের বন্যার কবলে পড়ে নাকাল শোণিতপুর জেলার অন্তর্গত বরসলা বিধানসভা এলাকার গ্রামাঞ্চল।
গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাত হচ্ছে অসম সহ অরুণাচল প্রদেশে। মূলত অরুণাচল প্রদেশে বৃষ্টির ফলে ফুলেফেঁপে ওঠেছে গাভরু নদীর জল। গাভরুর জল হু হু করে ঠেলামারার রোহিণীবিল গ্রামে প্রবেশ করায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু বসতবাড়ি ভাসছে বন্যার জলে৷ হেক্টর হেক্টর কৃষিজমির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জল৷ এছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রোহিণীবিল গ্রাম।
এর মধ্যে গতকাল বুধবার বিকালে মিসামারিতে একটি শিশু বন্যার জলে ভেসে গিয়েছিল। তবে সৌভাগ্যবশত স্থানীয় মানুষের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে৷