kolkata

4 hours ago

New Garia crime news:নিউ গড়িয়ায় বৃদ্ধা খুনের ঘটনায় আয়া গ্রেফতার, ধৃত এক পুরুষ সঙ্গীও

New Garia murder case
New Garia murder case

 

কলকাতা, ২৩ আগস্ট : নিউ গড়িয়ার পঞ্চসায়র থানা এলাকায় বৃদ্ধাকে খুনের ঘটনায় আয়াকে গ্রেফতার করলো পুলিশ। সঙ্গে তার এক পুরুষ সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, আয়া রাতে ওই সঙ্গীকে নিয়ে দম্পতির বাড়িতে এসেছিল। নিজে বাড়ির ভিতরে ঢুকেছিল। কিন্তু তাঁর সঙ্গী বাইরে অপেক্ষা করছিল। বৃদ্ধার দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই দু’জনকে গ্রেফতার করা হল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আয়ার নাম আশালতা সর্দার। তার সঙ্গী ছিল মহম্মদ জালাল মীর। দু’জনে মিলে বৃদ্ধ দম্পতির সম্পত্তি হাতানোর চক্রান্ত করেছিল বলে মনে করা হচ্ছে।

You might also like!