নয়াদিল্লি, ১৫ আগস্ট : ৭৯-তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী বড় ঘোষণা করলেন। পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সরলীকরণ করছে কেন্দ্রীয় সরকার। এ বছরের দীপাবলিতেই এই সংস্কার আসছে। ৭৯ তম স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরলীকৃত জিএসটি ব্যবস্থা নতুন প্রজন্মের জন্য এক ‘উপহার’ হতে চলেছে বলে জানান তিনি। এর ফলে দেশব্যাপী করের বোঝা কমবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ বারের দীপাবলি আমি আপনাদের জন্য দ্বিগুণ আনন্দের করে দিচ্ছি। এই দীপাবলিতে দেশবাসী একটি বড় উপহার পাবেন। আমরা নতুন প্রজন্মের জিএসটি সংস্কার আনছি। এর ফলে সারা দেশে করের বোঝা কমবে।