Country

1 month ago

Atal Bihari Vajpayee death anniversary: বাজপেয়ীর ৬-দশকের রাজনৈতিক জীবন ভারতীয় রাজনীতিকে নতুন দিশা দেখিয়েছে,যোগী আদিত্যনাথ

Uttar Pradesh CM Yogi pays floral tribute to Atal Bihari Vajpayee
Uttar Pradesh CM Yogi pays floral tribute to Atal Bihari Vajpayee

 

লখনউ, ১৬ আগস্ট : প্রয়াণ বার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সকালে লখনউয়ের লোকভবনে বাজপেয়ীর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন যোগী আদিত্যনাথ। পরে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেছেন, "আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমি রাজ্যের জনগণের পক্ষ থেকে আমার শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তাঁর ৬ দশকের দীর্ঘ রাজনৈতিক জীবন সমগ্র ভারতীয় রাজনীতিকে এক নতুন দিশা দেখিয়েছে।"

You might also like!