কলকাতা, ২৩ আগস্ট : ১৯৬৬ সালের ২৪ আগস্ট মিহির সেন জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার হয়েছিলেন এবং এই কৃতিত্বের মাধ্যমে তিনি এক ক্যালেন্ডার বছরে পাঁচটি মহাদেশের সমুদ্র অতিক্রম করার অনন্য রেকর্ড গড়েন। তিনি ৮ ঘন্টা ১ মিনিটে জিব্রাল্টার প্রণালী পার হন এবং এই বছরেই তিনি পাক প্রণালী, ডারডেনেলস, বসফরাস এবং পানামা খালও সাঁতরে অতিক্রম করেন।
এই পাঁচটি অর্জন তাঁকে এক ক্যালেন্ডার বছরে পাঁচটি মহাদেশের সমুদ্র অতিক্রম করা প্রথম ব্যক্তি হিসেবে গিনেস বুকে স্থান দেয়। মিহির সেনের এই অভিযানটি অপারেশন সেভেন সিজ নামে পরিচিত ছিল এবং এটি তাঁর অসম্ভবের অভিযাত্রী সত্বার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।