শ্রীনগর, ২৫ আগস্ট : ভারী বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। এমতাবস্থায় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এই সময়ে হড়পা বান ও ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু, রিয়াসি, উধমপুর, সাম্বা, কাঠুয়া, রাজৌরি, অনন্তনাগ এবং কুলগামে বৃষ্টির প্রভাব বেশি থাকবে। আবার পুঞ্চ, রামবান, ডোডা এবং কিশতওয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থামতেই, ২৭ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত আবহাওয়া আবারও গরম এবং আর্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তবে, ওই সময়েও কিছু জায়গায় অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।