দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :চিকিৎসকেরা সুস্থ থাকতে চিনি, বাইরে ব্যবহার করা তেল-মশলা এবং ময়দা খাওয়া এড়াতে পরামর্শ দেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ময়দা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং এমন কিছু খাবারের মধ্যে পড়ে যা ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়াতে পারে। তবে খাওয়ায় এ ধরনের সতর্কতা থাকলেও, ময়দা ত্বকে ব্যবহার করা নিরাপদ ধরা হয়। তাছাড়া, এটি ত্বকের যত্নে অত্যন্ত কার্যকর—ত্বকের বয়স কমাতে ময়দা প্রায়ই ‘প্রাকৃতিক ওষুধ’ হিসেবে ব্যবহার করা হয়।
বিশিষ্ট ত্বকচর্চা বিষয়ক পরামর্শদাতাদের মতে ।‘‘সপ্তাহ কয়েকের মধ্যেই ত্বকের বয়স কয়েক বছর কমিয়ে দিতে পারে ময়দা। এক দিকে যেমন ময়দা ঝুলে পড়া ত্বককে তারুণ্যে ভরপুর টানটান করে তুলতে সাহায্য করে, তেমনই ত্বকের উন্মুক্ত রন্ধ্রপথকে সঙ্কুচিত করতেও সাহায্য করে ময়দা। ফলে দূর হয় বলিরেখা। এ ছাড়াও ত্বককে মৃতকোষ মুক্ত করে ত্বকের রং উজ্জ্বল করতেও সাহায্য করে ময়দা। কমাতে পারে রোদে জ্বলা ভাব।’’
কী ভাবে ময়দা ব্যবহার করবেন ত্বকে?
১। উজ্জ্বল ত্বকের জন্য
· ২ টেবিল চামচ লেবুর রস, ৩ টেবিল চামচ ময়দা এবং এক চিমটে হলুদ মিশিয়ে দরকার হলে আরও ১ টেবিল চামট জল মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট ওই ভাবেই লাগিয়ে রেখে তার পরে ঈষদোষ্ণ জলে ভাল ভাবে ঘষে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
· ২ টেবিল চামচ ময়দা, আধ টেবিল চামচ অলিভ অয়েল এবং এক চিমটে হলুদ এবং সামান্য জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তার পরে জল দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
২। তারুণ্যে ভরপুর টানটান ভাবের জন্য
· ২ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ অ্যালোভেরার রস এবং এক টেবিল চামচ গোলাপ জল এক সঙ্গে মিশিয়ে মুখে ভাল ভাবে লাগিয়ে নিন। ১৫ মিনিট রাখুন। তার পরে ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন। এবং ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। কম বয়সে ত্বকে টানটান ভাবের পাশাপাশি যে হালকা টলটলে ভাব থাকে এই প্যাক তা ফিরিয়ে আনতে সাহায্য করবে। এটিও সপ্তাহে এক বার ব্যবহার করতে পারেন।
· ২ টেবিল চামচ ঠান্ডা টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ ময়দা মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এটি ত্বককে ভিতর থেকে ঠান্ডা রাখে। পুষ্টি জোগায় এবং দাগ ছোপ দূর করে ত্বকের সর্বত্র সমান রং বজায় রাখে। বয়সের জন্য মুখের কালচে ছাপও দূর হয়।
৩। মসৃণ ত্বকের জন্য
· ২ টেবিল চামচ ময়দার সঙ্গে ১ টেবিল চামচ মধু এবং আধ কাপ দুধ এক সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এর পরে মিশ্রণটি সমান ভাবে মুখে লাগিয়ে নিন। অল্প শুকিয়ে আসার পরে আরও এক বার ওই মিশ্রণের পরত দিতে পারেন মুখে। ২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলে ময়েশ্চারাইজ় করুন।