Country

4 hours ago

Fiji PM August 2025 tour:২৪-২৬ আগস্ট সস্ত্রীক ভারত সফরে আসছেন ফিজির প্রধানমন্ত্রী

Fijian Prime Minister India visit
Fijian Prime Minister India visit

 

নয়াদিল্লি, ২১ আগস্ট : সস্ত্রীক ভারত সফরে আসছেন ফিজির প্রধানমন্ত্রী সিতেনি লিগামামাদা রাবুকা। আগামী ২৪ থেকে ২৬ আগস্ট ভারত সফরে আসছেন তিনি। ফিজির প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে আসছেন তাঁর স্ত্রী সুলুয়েতি রাবুকা। প্রধানমন্ত্রী রাবুকার এটিই হবে প্রথম ভারত সফর। দিল্লি সফরের সময়, প্রধানমন্ত্রী রাবুকা ২৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রী মোদী সফররত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। প্রধানমন্ত্রী রাবুকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।

You might also like!