জম্মু, ২১ আগস্ট : জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টরে সন্দেহজনক পায়রা পাকড়াও করলো সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। জম্মু ও কাশ্মীর পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, "আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ একটি পায়রা ধরে জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে তুলে দিয়েছে। পায়রাটির কাছে একটি কাগজের টুকরো ছিল যাতে আইইডি এবং জম্মু স্টেশন লেখা ছিল। পুলিশ এই বিষয়টি তদন্ত করছে।"
ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে আইইডি বিস্ফোরণের ঝুঁকি-সহ পায়রা ধরা পড়ার পর জম্মু রেলওয়ে স্টেশনে সতর্কতা জারি করা হয়েছে। আর এস পুরার খাতমারিয়ান এলাকায় বিএসএফ পায়ে কাগজ বাঁধা অবস্থায় পায়রাটিকে ধরেছে। পায়রার পায়ে বাঁধা কাগজে লেখা আছে জম্মু স্টেশন আইইডি বিস্ফোরণ।