Game

1 month ago

Dr Vece Paes: বৃহস্পতিবার প্রয়াত হলেন প্রাক্তন হকি তারকা ভেস পেজ

Olympics bronze medallist Dr Vece Paes
Olympics bronze medallist Dr Vece Paes

 

কলকাতা, ১৪ আগস্ট : অলিম্পিক হকি ব্রোঞ্জ পদকজয়ী এবং ক্রীড়া চিকিৎসার পথিকৃৎ ডঃ ভেস পেজ বৃহস্পতিবার ৮০ বছর বয়সে মারা গেলেন। টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা ডঃ ভেস পেজ বিভিন্ন খেলাধূলা এবং শিক্ষাক্ষেত্রে পারদর্শী ছিলেন। ভারতীয় হকি দলের এই মিডফিল্ডার ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী দলের সদস্য ছিলেন। হকির বাইরেও তিনি ক্রিকেট, ফুটবল এবং রাগবি খেলে তাঁর বহুমুখী প্রতিভা প্রদর্শন করেছিলেন। ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত ভারতীয় রাগবি ফুটবল ইউনিয়নের সভাপতি ছিলেন।

ডঃ পেজ ক্রীড়া প্রশাসনে, বিশেষ করে ক্রীড়া চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তাঁর কাজ, ডোপিং-বিরোধী শিক্ষা কর্মসূচি পরিচালনা, অত্যন্ত সম্মানিত। ভারতীয় খেলাধুলার একজন অসামান্য ব্যক্তিত্ব ডঃ পেজ মাঠে এবং মাঠের বাইরে উৎকর্ষতার এক উত্তরাধিকার রেখে গেছেন, যা ক্রীড়াবিদ এবং প্রশাসকদের প্রজন্মকে অনুপ্রাণিত করে।

You might also like!