Country

7 hours ago

Mumbai On High Alert : মুম্বইয়ে বিস্ফোরণের হুমকি, তীব্র চাঞ্চল্য

Mumbai On High Alert After 'Lashkar-e-Jihadi' Threat
Mumbai On High Alert After 'Lashkar-e-Jihadi' Threat

 

মুম্বই, ৫ সেপ্টেম্বর : বাণিজ্য রাজধানীতে বিস্ফোরণের হুমকি। হুমকিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার মুম্বই পুলিশ জানিয়েছে, শহরের ট্র্যাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ওই হুমকি-বার্তা এসেছে।

সেখানে দাবি করা হয়েছে, শহর জুড়ে ৩৪টি গাড়িতে বিস্ফোরক রাখা আছে। এই বিস্ফোরণ পুরো মুম্বইকে কাঁপিয়ে দেবে। ‘লস্কর-ই-জিহাদি’ নাম বলে দাবি করা এই সংগঠনটি জানিয়েছে, ১৪ জন পাকিস্তানি জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে। বিস্ফোরণে ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হচ্ছে। ওই বার্তা পেয়ে মুম্বই পুলিশ সতর্কতা বাড়িয়েছে।

You might also like!