মুম্বই, ৫ সেপ্টেম্বর : বাণিজ্য রাজধানীতে বিস্ফোরণের হুমকি। হুমকিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার মুম্বই পুলিশ জানিয়েছে, শহরের ট্র্যাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ওই হুমকি-বার্তা এসেছে।
সেখানে দাবি করা হয়েছে, শহর জুড়ে ৩৪টি গাড়িতে বিস্ফোরক রাখা আছে। এই বিস্ফোরণ পুরো মুম্বইকে কাঁপিয়ে দেবে। ‘লস্কর-ই-জিহাদি’ নাম বলে দাবি করা এই সংগঠনটি জানিয়েছে, ১৪ জন পাকিস্তানি জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে। বিস্ফোরণে ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হচ্ছে। ওই বার্তা পেয়ে মুম্বই পুলিশ সতর্কতা বাড়িয়েছে।