kolkata

21 hours ago

Sukanta Majumder: পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের সুকান্তের!

Sukanta Majumder
Sukanta Majumder

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বারবার পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হয়েছে। এর বিরুদ্ধে তিনি কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি লিখেছিলেন। কিন্তু পুলিশ কমিশনার তাঁর উত্তর দেননি। পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে এবং বিরোধী রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে বুধবার হাই কোর্টে মামলা দায়ের করলেন সুকান্ত মজুমদার।

ঘটনার সূত্রপাত গত শনিবার। ওইদিন কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। সেই সময় সুকান্ত-সহ আরও অনেককে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। রাতভর আটকে ছিলেন তাঁরা। সকালে তাঁদের ছেড়ে দেয় পুলিশ। এরপর বাইরে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছিলেন সুকান্ত মজুমদার। শুধু এই ঘটনা নয়, একাধিকবার নানাভাবে পুলিশি হেনস্তার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

জানা গিয়েছে,এ বিষয়ে অর্থাৎ পুলিশি হেনস্তার বিরুদ্ধে সরব হয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লেখেন সুকান্ত মজুমদার। তার উত্তর মেলেনি বলেই অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন সুকান্তবাবু। জানা গিয়েছে, আজ বুধবার রাজ্য পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন সুকান্ত মজুমদার।

You might also like!