ভুবনেশ্বর, ১১ অক্টোবর : এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শনিবার ভুবনেশ্বরে শুরু হচ্ছে। এটি ২৮তম এশিয়ান টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপের আসর। শনিবার থেকে শুরু হওয়া পাঁচ দিন ধরে কলিঙ্গা ইন্ডোর অ্যাথলেটিক্স স্টেডিয়ামে ২২টি এশিয়ান দেশের ৩০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। এই ইভেন্টটি আগামী বছর লন্ডনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য বাছাইপর্ব হিসেবে কাজ করবে। মঙ্গলবার মানুশ শাহ এবং মানব ঠক্করের নেতৃত্বে পুরুষ দল হংকংয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হবে। মহিলাদের শিবিরে, শ্রীজা আকুলা কাঁধের আঘাতের কারণে খেলছেন না।পদক আশা বাঁচিয়ে রাখতে মনিকা বাত্রা দিয়া চিতালের উপর নির্ভর করবে ভারত।
পুরুষ ও মহিলা দলে অঙশগ্ৰহনকারী দেশ:
পুরুষ: চীন, চাইনিজ তাইপেই, কোরিয়া প্রজাতন্ত্র, ভারত, জাপান, হংকং (চীন)।
মহিলা: জাপান, চীন, হংকং (চীন), ভারত, ডিপিআর কোরিয়া, কোরিয়া প্রজাতন্ত্র।