গুয়াহাটি, ১১ অক্টোবর : মহিলা ওয়ানডে বিশ্বকাপের তূতীয় ম্যাচে নিউজিল্যান্ড দলের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেল নিগার সুলতানা জ্যোতির দল। শুক্রবার গুয়াহাটিতে কিউই মহিলা দলের বিপক্ষে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি টাইগ্রেস মহিলা দল। নিউ জিল্যান্ডের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে ১২৭ রান। ফলে ১০০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। মূলত কিউই পেসার রোসামারি মাইর এবং জেস কারের পেসের সমনে দাড়াতে পারে নি টাইগ্রিসরা।
বাংলাদেশের হয়ে বেশি রান করেন ফাহিমা ৩৪ ও রাবেয়া ২৫। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট সংগ্রহ করেন জেস কার এবং লিয়া তাহুহ। নিউ জিল্যান্ড দল দিনের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ব্রুক হালিডে ৬৯ এবং সোফি ডিভাইন ৬৩ রান ও ম্যাডি গ্রিন করেন ২৮ রান। আর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাবেয়া খান।