নয়াদিল্লি , ১১ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে দারুণ এক সেঞ্চুরি করে জয়সোয়াল নিজেকে নিয়ে গেলেন নতুন এক উচ্চতায়। যেখানে তাঁর ওপরে শুধু এমন একজন, যিনি সব সময় সবার ওপরে থাকবেন এটাই নিয়ম—ডন ব্র্যাডম্যান। ২৩ বছর বয়সী এই ওপেনারের টেস্ট কেরিয়ারের এটি সপ্তম সেঞ্চুরি। বয়স ২৪ হওয়ার আগে জয়সোয়ালের চেয়ে বেশি সেঞ্চুরি আছে আর মাত্র তিনজনের। তারা হলেন—ডন ব্র্যাডম্যান (১২), শচীন টেন্ডুলকার (১১) ও গ্যারি সোবার্স (৯)। আর ১৭৩ রানে অপরাজিত থাকা জয়সোয়াল নিজেকে নিয়ে গেছেন নতুন এক উচ্চতায়। তাঁর ৭ সেঞ্চুরির পাঁচটিই ১৫০ ছাড়ানো। ২৪ বছর বয়সের আগে দেড়শ ছাড়ানো ইনিংস জয়সোয়ালের চেয়ে বেশি শুধু ব্র্যাডম্যানের (৮)। জয়সোয়ালের অভিষেকের পর তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেননি আর কোনও ওপেনার। ৪ সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের বেন ডাকেট।