Game

1 hour ago

T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জিম্বাবুয়ে

Namibia and Zimbabwe qualify for ICC Men's T20 World Cup in India and Sri Lanka
Namibia and Zimbabwe qualify for ICC Men's T20 World Cup in India and Sri Lanka

 

হারারে, ৩ অক্টোবর : টি-২০ বিশ্বকাপের আসছে আসরের টিকিট নিশ্চিত করল জিম্বাবুয়ে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে আগামী বছরের টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে জায়গা করে নিল তারা।বাছাইয়ের দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার তারা কেনিয়াকে উড়িয়ে নিশ্চিত করে বিশ্বকাপে খেলা। হারারেতে এদিন কেনিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের জয় পেল ৭ উইকেটে। প্রতিপক্ষকে ১২২ রানে আটকে দিয়ে ৩০ বল আগে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের জয়ের নায়ক ব্রায়ান বেনেট। ২ ছক্কা ও ৮ চারে ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে ৭৬ রানের উদ্বোধনী জুটিতে ৫ চারে ৩৯ রান করেন টাডিওয়ানাশে মারুমানি। কেনিয়ার ইনিংসে সর্বোচ্চ রান করেন রাকেপ প্যাটেল। তিনি ৪৭ বলে ৬৫ রান করেন। এদিকে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের প্রথম সেমি-ফাইনালে তানজানিয়াকে হারিয়ে টানা চতুর্থ আসরে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নামিবিয়া। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বৈশ্বিক আসরে আফ্রিকা থেকে খেলবে মোট তিনটি দল। সরাসরি জায়গা করে নিয়েছে গত আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা।

You might also like!