Game

1 hour ago

IND vs WI: ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করলেন কেএল রাহুল

KL Rahul
KL Rahul

 

আহমেদাবাদ , ৩ অক্টোবর  : শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঘরের মাঠে কেএল রাহুল তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করলেন। ১৯০ বলে সেঞ্চুরি করেন রাহুল। ভারতে তার আগের একমাত্র শতরানটি ছিল নয় বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে, যখন তিনি চেন্নাইতে ১৯৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের তৃতীয় দিন চোট পেয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছিলেন। তাঁর চোট সংশয়ে রেখেছিল ভারতীয় সমর্থকদের। কিন্তু চতুর্থ দিনে মাঠে নেমে ১৭৬ রানের অনবদ্য ইনিংস আসে রাহুলের ব্যাট থেকে। সেই ফর্ম জাতীয় দলের জার্সিতেও ধরে রাখলেন তিনি।

You might also like!