ভুবনেশ্বর, ১১ অক্টোবর : শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এশিয়ান অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়ন হিমাংশু জাখর তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার ১১ বছর বছরের রেকর্ড ভেঙে ২০২৬ সালের বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্থান করে নিয়েছেন। এপ্রিলে সৌদি আরবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৬৭.৫৭ মিটার থ্রো করে সোনা জেতা জাখর পুরুষদের অনূর্ধ্ব-১৮ বাছাইপর্বে ৭৯.৯৬ মিটার রেকর্ড করে বিশাল উন্নতি দেখিয়েছেন।এটি ২০১৪ সালে বিজয়ওয়াড়ায় নীরজের ৭৬.৫০ মিটার প্রচেষ্টার চেয়ে তিন মিটার বেশি এবং বিশ্ব অনূর্ধ্ব-২০ যোগ্যতা অর্জনের চিহ্ন ৬৮.৫০ মিটারের চেয়েও ভালো ছিল।