Country

3 hours ago

Arabian Sea drowning: আরব সাগরে ডুবে একই পরিবারের চার জনের মৃত্যু, নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি

Three of family drown in sea in Maharashtra's Sindhudurg during picnic
Three of family drown in sea in Maharashtra's Sindhudurg during picnic

 

মুম্বই, ৪ অক্টোবর  : আরব সাগরে ডুবে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে।এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার শিরোদা-ভেলাগড় সমুদ্র সৈকতে একই পরিবারের আট জন পিকনিক করতে এসেছিলেন। সেই সময়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে একজনকে উদ্ধার করেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, শুক্রবার বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একই পরিবারের আট জন সদস্য পিকনিকে এসেছিলেন। তাঁদের মধ্যে দু’জন কুদাল (সিন্ধুদুর্গ)-এর বাসিন্দা এবং বাকি ছ’জন বেলগাঁও (কর্ণাটকের বেলাগাভি) থেকে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, পরিবারের আট জন সদস্যই একসঙ্গে সমুদ্রে সাঁতার কাটতে নেমেছিলেন। কিন্তু তাঁরা জলের গভীরতা বুঝতে না পেরে কিছুক্ষণের মধ্যেই ডুবতে শুরু করেন। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছয়। তাঁরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকারী দল ওই পরিবারের ১৬ বছর বয়সি এক কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পুলিশ তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত চারটি দেহ উদ্ধার করেছে। তবে ওই পরিবারের এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

You might also like!