Festival and celebrations

3 hours ago

Diwali & Bhai Dooj: অমাবস্যা দু’দিন ধরে চলায় কালীপুজো-ভাইফোঁটার তারিখ নিয়ে তৈরি হচ্ছে বিভ্রান্তি!

Diwali & Bhai Dooj
Diwali & Bhai Dooj

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শারদীয়া দুর্গোৎসবের পর্দা সদ্য নামলেও উৎসবের রেশ এখনও কাটেনি। সামনে অপেক্ষা কালীপুজো ও দীপাবলির। মা দুর্গার বিদায়ের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে মা কালীর আগমনের দিন গোনার পালা। তাই জেনে নিন এ বছর কবে কালীপুজো, কবে দীপাবলি আর কবে পড়ছে ভাইফোঁটা।

দেশজুড়ে দীপাবলির উত্‍সব চলে পাঁচ দিন। প্রথম দিন কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস বা ধন ত্রয়োদশী। এদিন সোনা-রুপোর গয়না, বাসন, ঝাড়ু - এই সব কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর পরের দিন পালিত হয় ভূত চতুর্দশী। এদিন ১৪ শাক খাওয়া ও ১৪ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে। দীপাবলির তৃতীয় দিনে কার্তিক অমাবস্যার পূণ্য তিথিতে বাঙালিরা মেতে ওঠেন মা কালীর আরাধনায়। অনেকে এদিন দ্বীপান্বিতা লক্ষ্মী পুজো করেন। অবাঙালিরা লক্ষ্মী ও গণেশের পুজো করে থাকেন এই দিনে। তার পরের দিন গোবর্ধন পুজো। মনে করে হয় এই দিনে গিরি গোবর্ধন আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ। আর ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার মাধ্যমে অবসান হয় দীপাবলির উত্‍সবের। জেনে নেওয়া যাক এই বছর কবে এই দিনগুলি পালিত হবে।

ধনতেরস ও ভূত চতুর্দশী ২০২৫)—

এই বছর ধনতেরস পালিত হবে ১৮ অক্টোবর ২০২৪ শনিবারে। কেনাকাটা করার জন্য এই দিনটি অত্যন্ত শুভ। বিশেষ করে এ দিন অনেকেই সোনা-রুপোর গয়না কিনে থাকেন। তার পরের দিন ১৯ অক্টোবর ২০২৫ রবিবারে পালিত হবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। এই দিনে প্রয়াত পূর্ব পুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়।

কালীপুজো ও দীপাবলি ২০২৫)—

এই বছর দু’দিন ধরে থাকছে কার্তিক অমাবস্যা। ২০ অক্টোবর রাত ১২টা ১১ মিনিটে পড়ছে অমাবস্যা। উদয়া তিথি অনুসারে সে দিন কৃষ্ণা চতুর্দশী হলেও কালীপুজো যেহেতু রাতে হয়, তাই ২০ অক্টোবর সোমবার রাতেই হবে মা কালীর আরাধনা। ২১ অক্টোবর মঙ্গলবার রাত ১০টা ৪৩ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা। যাঁরা দীপান্বিতা লক্ষ্মীপুজো করেন, তাঁরা ২১ অক্টোবরও পুজো করতে পারবেন।

ভাইফোঁটা ২০২৫)—

এই বছর গোবর্ধন পুজো পালিত হবে ২২ অক্টোবর ২০২৫ মঙ্গলবারে এবং ভাইফোঁটা বা ভ্রাতৃ দ্বিতীয়ার শুভ অনুষ্ঠান উদযাপিত হবে ২৩ অক্টোবর ২০২৫ বুধবারে।অর্থাত্‍ এই বছর ধনতেরস,ভূত চতুর্দশী, কালীপুজো,দীপাবলি ও ভাইফোঁটা মিলিয়ে টানা দিন পাঁচ ধরে চলবে দীপাবলির উত্‍সব। দুর্গাপুজোর পর আরও একবার উৎসবের আনন্দে মেতে উঠবে সবাই।

You might also like!