দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর ছবি ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা ও সাংসদ দেব। ছবিকে ঘিরে কুণালের একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে সরাসরি পালটা দেন দেব এবং প্রযোজক রানা সরকার। এবার কুণাল ঘোষের সুরেই যেন হাঁটলেন ব্রাত্য বসু— প্রকাশ্যে দেবকে একহাত নিলেন তিনিও।
সম্প্রতি সংবাদমাধ্যমে ব্রাত্য বলেন, “দেব ও কুণালের মধ্যে ঠিক কী হয়েছে আমি জানি না। তবে এই পুজোয় চার-চারটে বাংলা ছবি মুক্তি পেয়েছে। সবকটাই দর্শক দেখছেন। তবে রাজনৈতিক প্রেক্ষিতে আমি যা বলতে পারি তা হল বাংলা ছবিতে কেউ সুপারস্টার নন। বিষয়টিই হাস্যকর। ভালো অভিনেতা হতে পারেন, স্টার হতে পারেন। কিন্তু সুপারস্টার নন। যিনি সুপারস্টার হবেন তিনি কখনও কারও অধীনে রাজনীতি করবেন না। তিনি নিজে একটি দল গড়বেন। তাই রাজনৈতিক দিক থেকে বলতে গেলে একথা বলতে হয় যে, এক্ষেত্রে একমাত্র সুপারস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন স্টার।” এখানেই শেষ নয়, এর পাশাপাশি নিজের উপমা টেনে তিনি বলেন যে, “যেমন আমি নিজেই অভিনয়ও করি আবার রাজনীতিতেও রয়েছি। তাই নিজেকে যদি আমি এক্ষেত্রে সুপারস্টার বলি তাহলে এর থেকে হাস্যকর কিছু হবে না।”
উল্লেখ্য, পুজোর ঠিক আগে প্রেক্ষাগৃহে পুজো রিলিজের স্লট পাওয়া নিয়ে একটি পোস্ট করেন কুণাল ঘোষ। পুজোর মরশুমে চারটি সিনেমাই যেন সমান সংখ্যক স্লট পায় কিংবা স্লট পাওয়া নিয়ে যেন কোনও এক তারকার দিকে পাল্লা ভারী না হয়। বাংলা সিনেমা তথা টলিউডের ক্যাশবাক্স চাঙ্গা করার স্বার্থে তাঁর এহেন পোস্টের পালটা প্রযোজক রানা সরকার সোশাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, ‘কুনাল ঘোষ কেন দেব বিরোধী? কিংবা বাংলা সিনেমা নিয়ে এত কথা কেন বলেন তিনি?…’ প্রযোজকের পোস্ট নজর এড়ায়নি তৃণমূল নেতার। অতঃপর চাঁচাছোলা ভাষায় রানাকে জবাব ছুড়তেও পিছপা হননি তিনি।