Country

2 hours ago

Indo-Pak Border Tension: সাম্বায় আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি ড্রোন, তল্লাশি অভিযান শুরু

Pakistani drone was sighted over Nanga village in Jammu and Kashmir
Pakistani drone was sighted over Nanga village in Jammu and Kashmir

 

সাম্বা, ৪ অক্টোবর । জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী একটি গ্রামের উপর দিয়ে একটি পাকিস্তানি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। শনিবার আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে পাকিস্তান থেকে ড্রোনের মতো বস্তুটি আসতে দেখা গেছে এবং রামগড় সেক্টরের নাঙ্গা গ্রামের উপর দিয়ে ঘোরাফেরা করছে। আধিকারিকদের মতে, সীমান্তের ওপার থেকে যাতে কোনও মাদক বা অস্ত্র আকাশপথে না ফেলা হয় তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা বাহিনী এবং পুলিশ দলকে তাৎক্ষণিকভাবে এলাকায় তল্লাশি চালানোর জন্য মোতায়েন করা হয়েছে। সতর্কতা হিসেবে আশেপাশের গ্রামগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

You might also like!