দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস তাদের বহুচর্চিত ‘গোয়েন্দা ব্রহ্মাণ্ড’-এর নতুন অধ্যায় নিয়ে হাজির। শুক্রবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’-এর অফিসিয়াল ট্রেলার, আর তাতেই ফের দর্শকদের উত্তেজনার পারদ চড়ালেন প্রযোজক আদিত্য চোপড়া। এইবারের কাহিনিতে মুখ্য ভূমিকায় রয়েছেন হৃতিক রোশন, কিয়ারা আডবানি ও দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র (নন্দমুরি তারক রামা রাও জুনিয়র)। ট্রেলারের আড়াই মিনিট জুড়ে ধুন্ধুমার অ্যাকশন, উচ্চ মানের গ্রাফিক্স ও স্টাইলিশ প্রেজেন্টেশনে মন কাড়লেন হৃতিক। কখনও অস্ত্র হাতে শত্রুর বিরুদ্ধে একা লড়াই, কখনও বা রক্তাক্ত অবস্থায় যুদ্ধের মাঠে নেমে পড়া, আবার নেকড়ের সঙ্গে নায়কোচিত প্রবেশ—সবকিছুই দর্শককে সিনেমা হলে টেনে আনবে তা বলাই যায়।
প্রথমবার অ্যাকশন অবতারে ধরা দিলেন কিয়ারা আডবানি। হৃতিক-কিয়ারা জুটির রোম্যান্সের আভাসও মিলেছে ট্রেলারে, তবে সবচেয়ে বড় চমক ছিল এনটিআর জুনিয়র-এর অ্যাকশন প্যাকড লুক। টিজারে তাঁকে দেখা গেলেও ট্রেলারে তাঁর উপস্থিতি অনেক বেশি, আর সেই ঝলকেই বোঝা গেল, হৃতিকের সঙ্গে সমানে টক্কর দেবেন তিনি। ‘RRR’-এর পর এনটিআর জুনিয়রের হিন্দি ছবিতে অভিষেক নিয়েও উত্তেজনা তুঙ্গে। বলিউডে তাঁর অনায়াস উপস্থিতি ও সাবলীল হিন্দি বলা ইতিমধ্যেই নজর কেড়েছে নির্মাতাদের। ‘ওয়ার ২’ মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট, তিনটি ভাষায়—হিন্দি, তামিল ও তেলেগুতে। যশরাজের গোয়েন্দা ব্রহ্মাণ্ডে এটি পরবর্তী সংযোজন, যেখানে এর আগে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’-এর মতো হিট সিনেমা রয়েছে। ভবিষ্যতে আরও আসছে ‘টাইগার ৩’ ও ‘টাইগার ভার্সেস পাঠান’।
সব মিলিয়ে, ‘ওয়ার ২’ শুধু একটি সিনেমা নয়, বরং গোটা স্পাই ইউনিভার্সকে আরও বিস্তৃত ও আকর্ষণীয় করে তোলার বড় পদক্ষেপ বলেই মনে করছেন দর্শক ও সমালোচক মহলের একাংশ।