Entertainment

4 days ago

India Pakistan War: সীমান্তে সংঘর্ষ জারি, সেনার পাশে একাধিক তারকা,দেশবাসীর প্রতি ঐক্যের আহ্বান!

Bollywood celebs react as Pakistan attack Jammu and other places in India
Bollywood celebs react as Pakistan attack Jammu and other places in India

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাত থেকেই জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ জারি আছে। পাকিস্তানের সেনা একের পর এক হামলা চালালেও, ভারতীয় সেনাবাহিনী তাদের প্রতিরোধে শক্তিশালী জবাব দিয়ে চলেছে। যদিও পাকিস্তান বারবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা থামছে না, এবং সংঘর্ষবিরতি মেনে চলার কোনো ইঙ্গিত পাকিস্তানের তরফ থেকে বিন্দুমাত্র দেখা যাচ্ছে না। এই সংকটময় পরিস্থিতিতে, বিনোদন দুনিয়ার তারকারা ভারতীয় সেনা ও দেশবাসীর জন্য একাধিক প্রার্থনা করেছেন। তারা তাঁদের সামাজিক মাধ্যমের মাধ্যমে শুভকামনা জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন।

• 'ইন্ডিয়ান আইডল' খ্যাত গায়িকা মিশমি বসু বৃহস্পতিবার রাতে লেখেন, ‘কী ঘটছে এই কৌতুহলেই ঘুম আসছে না। আমাদের সেনারা যাঁরা আমাদের সুরক্ষার জন্য লড়ে চলেছেন তাঁদের জন্য প্রার্থনা করি। গোটা দেশকে বলব, এই সময় ঐক্যবদ্ধ থাকুন।….। আমি আমার দেশের সঙ্গেই রয়েছি, জয় হিন্দ।’

• বলি তারকা শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমাদের সেনাবাহিনী নিয়ে আমরা গর্বিত। জয় হিন্দ।’

• রকুল প্রীত সিং লিখেছেন, ‘ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য প্রার্থনা এবং শুভকামনা... আমাদের রক্ষাকারী পুরুষ এবং মহিলাদের নিয়ে আমরা গর্বিত... জয় হিন্দ।’

• কঙ্গনা রানাউত লিখেছেন, ‘জম্মুকে নিশানা করা হয়েছিল! ভারতীয় বিমান প্রতিরক্ষা বাহিনী জম্মুতে পাকিস্তানি ড্রোন ধ্বংস করেছে। শক্ত থাকো জম্মু।’

• 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'-এর বিখ্যাত সংলাপটি উদ্ধৃত করে অভিনেত্রী ওয়ামিকা গাব্বি বলেছেন, ‘হাউজ দ্য জোশ?’

• X-এর একটি পোস্টে, কৌতুকাভিনেতা বীর দাস লিখেছেন, ‘পরিবার, বন্ধুবান্ধব এবং আরও অনেকে যারা বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে পড়েছেন, আপনার কথা ভাবছি, আপনার জন্য প্রার্থনা করছি। যারা আমাদের রক্ষা করছেন, তাঁদেরকে ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা, প্রার্থনা এবং শ্রদ্ধা। নিরাপদে থাকুন, শক্তিশালী থাকুন।’

• পরিচালক মধুর ভান্ডারকর টুইট করে লিখেছেন, ‘এই রাত বেশ লম্বা হতে চলেছে। আসুন আমরা আমাদের সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ থাকি, তাঁদের শক্তি এবং সাহসের জয় হোক।’

• রিচা চাড্ডা লেখেন, ‘এটা কোন ম্যাচ নয়। এটা কোন খেলা নয়। যুদ্ধে অনেকেই খুব বিষণ্ণ। সবকিছুরই হাস্যকর ভাষ্য বা মিমের প্রয়োজন নেই। দয়া করে ভাবুন। আমাদের মধ্যে কেউ কেউ এই উদ্বেগ হাড়ে হাড়ে অনুভব করছেন। এক সেকেন্ডের জন্য থামুন এবং আমাদের সীমান্তে বসবাসকারী মানুষদের কথা ভাবুন।’

• অনিল কাপুর লিখেছেন, ‘আমাদের রক্ষাকারী সাহসী নারী ও পুরুষদের জন্য আমার সমস্ত কৃতজ্ঞতা এবং প্রার্থনা। আপনারা আমাদের বীর (sic)।’ 

• মানুষী চিল্লা তাঁর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি লেখা শেয়ার করে তিনি বলেছেন, ‘একজন ডাক্তারের মেয়ে হিসেবে, আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৩ দশক কাটিয়েছি এবং একজন সেনা অফিসারের ভাগ্নী হিসেবে, আমি দেশের সেবার জন্য নিজেদের জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানাই। সবসময় আমাদের রক্ষা করার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।’

•  অনুপম খের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন,  ‘আমার চাচাতো ভাই সুনীলখের জম্মুতে তার বাড়ি থেকে এই ভিডিওটি পাঠিয়েছে। আমি তৎক্ষণাৎ ফোন করে তাকে জিজ্ঞাসা করলাম যে সে এবং তার পরিবার ঠিক আছে কিনা? সে একটু গর্বের সাথে হেসে বলল, ভাইয়া! আমরা ভারতে আছি! আমরা ভারতীয়। আমাদের নিরাপত্তা ভারতীয় সেনাবাহিনী এবং ভারতমাতা নিশ্চিত করছে। চিন্তা করো না। যাই হোক, আমরা কোনও ক্ষেপণাস্ত্রকে ভারতের মাটিতে আঘাত করতে দিচ্ছি না।" ভারত মাতার জয়! ভারত মাতার জয়!’  

ভারত-পাক যুদ্ধকালীন আবহে বিনোদন দুনিয়ার এই বার্তাগুলি দেশবাসীকে আরো একত্রিত হতে উৎসাহিত করছে, যাতে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়। এমন পরিস্থিতিতে সকলের ঐক্য এবং সহযোগিতা অত্যন্ত জরুরি, যাতে ভারত তার শক্তি এবং দৃঢ়তার সঙ্গে এই সংকট খুব শীঘ্রই কাটিয়ে উঠতে  পারে।


You might also like!