Country

1 week ago

Kashmir conflict: কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠক, পাকিস্তানের সমালোচনা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে

Pakistan Misusing UN Platform, Silent On Upping Nuclear Rhetoric
Pakistan Misusing UN Platform, Silent On Upping Nuclear Rhetoric

 

নিউইয়র্ক ও নয়াদিল্লি, ৬ মে: ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে সোমবার (স্থানীয় সময়) বৈঠকে বসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে রুদ্ধদ্বার আলোচনা। বৈঠক শেষে বিভিন্ন দেশের দূতেরা পৃথক পৃথক ভাবে নিজেদের মতামত প্রকাশ করেছেন। তবে সরকারি ভাবে নিরাপত্তা পরিষদের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

সূত্রের খবর, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যরা পাকিস্তানের উদ্দেশ্যে কঠিন প্রশ্ন উত্থাপন করেছেন। তাঁরা "ফলস ফ্ল্যাগ" আখ্যানটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন, জিজ্ঞাসা করেছেন লস্কর-ই-তৈবার জড়িত থাকার সম্ভাবনা আছে কিনা। সন্ত্রাসী হামলার ব্যাপক নিন্দা ও জবাবদিহিতার প্রয়োজনীয়তার স্বীকৃতি দেওয়া হয়েছে। কিছু সদস্য বিশেষভাবে ধর্মীয় আস্থার ভিত্তিতে পর্যটকদের নিশানা করার বিষয়টি তুলে ধরেছেন। অনেক সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পারমাণবিক বক্তব্য উত্তেজনার কারণ। পরিস্থিতি আন্তর্জাতিকীকরণের জন্য পাকিস্তানের প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। পাকিস্তানকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে সমস্যাগুলি সমাধান করার পরামর্শ দেওয়া হয়েছে।

You might also like!