International

1 week ago

Norway: নরওয়েতে আছে বেশ কয়েকটি হিন্দু মন্দির - যেখানে এখনও নিয়মিত পুজো করা হয়! জানুন বিস্তারিত 

Hindu temples in Norway
Hindu temples in Norway

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  হিন্দু ধর্মের মানুষ প্রায় সারা পৃথিবীতেই আছে। তারা সকলে নিজেদের মতো করে ধর্ম পালন করেন। পৃথিবীর প্রায় উত্তর সীমায় অবস্থিত নরওয়ে দেশটিতে হিন্দুর সংখ্যা খুব কম হলেও আছে বেশ কয়েকটি হিন্দু মন্দির। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত নরওয়েতে প্রায় ১৩, ৮৭১ হিন্দু (জনসংখ্যার ০.৫ % ) রয়েছে । নরওয়েজিয়ান হিন্দুদের বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত যাদের মধ্যে প্রায় ৫০% শ্রীলঙ্কার জাতিগত তামিল হিন্দু । হিন্দুধর্ম প্রথম নরওয়েতে ১৯১৪ সালে স্বামী শ্রী আনন্দ আচার্য (১৮৮১-১৯৪৫) দ্বারা প্রবর্তিত হয়েছিল। নরওয়েতে আছে বেশ কয়েকটি হিন্দু সমিতি। নিম্নে উল্লেখিত হল সেই তালিকা,

* সনাতন মন্দির সভা হল পূর্ব নরওয়ের একটি হিন্দু ধর্মীয় সমিতি যার প্রায় ৯০০ সদস্য রয়েছেন।  

* নরওয়েতে একটি গুজরাটি সাংস্কৃতিক সমিতি গঠন করা হয়েছে। 

* নরওয়েতে জন্মগ্রহণকারী বা যারা নরওয়েতে অধিবাসী হয়েছেন তাদের জন্য তামিল সাংস্কৃতিক কেন্দ্র নরওয়েতে বিদ্যমান। 

* বিশ্ব হিন্দু পরিষদের একটি শাখা নরওয়েতে আছে।

এবার আসা যাক নর ওয়ের হিন্দু মন্দির প্রসঙ্গে।  নরওয়েতে বর্তমানে ৬টি হিন্দু মন্দির রয়েছে।

১) সনাতন মন্দির সভা মন্দির অসলোর কাছে স্লেমেস্ট্যাডে অবস্থিত । এটি ছিল নরওয়ের প্রথম নিবন্ধিত হিন্দু ধর্মীয় সম্প্রদায় বা মন্দির।

২) হিন্দু সনাতন মন্দির দ্রামেনে অবস্থিত।

৩) আমেরুদে (অসলোতে) শিবাসুব্রমনায়ার আলয়াম (নরওয়েজিয়ান হিন্দু সেন্টার নামেও পরিচিত)।

৪) ড্যানমার্কপ্লাসে বার্গেন হিন্দু সভা ( বার্গেনে )।

৫) ট্রনহাইমের শ্রী টিলার গণেশ মন্দির।

৬) অ্যালেসুন্দের আলেসুন্দ হিন্দু সংস্কৃতি কেন্দ্র।

You might also like!