International

23 hours ago

Klyuchevskoy eruption 2025:ক্লুচেভস্কয় আগ্নেয়গিরিতে বিস্ফোরণ

Klyuchevskoy eruption 2025
Klyuchevskoy eruption 2025

 

মস্কো, ৩১ জুলাই : শক্তিশালী ভূমিকম্পের ফলে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ক্লুচেভস্কয় আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়েছে বুধবার। কামচাটকার উত্তরে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই আগ্নেয়গিরি বিশ্বের উচ্চতমগুলির মধ্যে একটি।

‘রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সে’র ‘ইউনাইটেড জিওফিজিকাল’ সার্ভিসে জানানো হয়েছে, পশ্চিম ঢাল বেয়ে জ্বলন্ত লাভা বেরিয়ে আসছে। জানা গেছে, আগ্নেগিরির মুখের অংশে লাভার কারণে দূর থেকে তীব্র আভা দেখা যাচ্ছে বৃহস্পতিবারও। প্রসঙ্গত, এর আগে বুধবারই জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। কম্পন এতটাই জোরালো ছিল যে সুনামিও আছড়ে পড়ে।


You might also like!