Country

4 hours ago

CM Omar Abdullah Visits Shell-Hit Poonch: কুপওয়ারায় ওমর আব্দুল্লাহ, ঘুরে দেখলেন পাক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা

J-K CM Omar Abdullah visits Pakistani shelling-affected area in Kupwara
J-K CM Omar Abdullah visits Pakistani shelling-affected area in Kupwara

 

শ্রীনগর, ১৩ মে  : জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা মঙ্গলবার কুপওয়ারার তাংধার অঞ্চলে পাকিস্তানি গোলাবর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন। তিনি আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সাহসিকতার প্রশংসা করেন। তাংধারে কমিউনিটি বাঙ্কার পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক্স মাধ্যমে জানানো হয়েছে, এই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সাহসিকতা অনুপ্রেরণাদায়ক। সরকার তাদের পাশে দাঁড়াবে এবং নতুন করে জীবন শুরু করতে সাহায্য করবে। এলাকাটি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন। ওমর আব্দুল্লাহ জানান, সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী জনগণকে সুরক্ষা এবং সহায়তা করার জন্য আমরা আরও নিরাপদ স্থান নির্মাণ নিশ্চিত করব।

You might also like!