নয়াদিল্লি, ১৩ মে : দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সিবিএসই-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় মোট পাশের হার ৮৮.৩৯ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে ০.৪১ শতাংশ। সিবিএসই-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ছেলেদের তুলনায় ভালো ফল করেছে মেয়েরা। ছেলেদের তুলনায় মেয়েরা ৫.৯৪ শতাংশ পয়েন্ট বেশি পেয়েছে। ৯১ শতাংশের বেশি মেয়েরা দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পাশের নিরিখে সর্বাগ্রে রয়েছে বিজয়ওয়াড়া, তারপর তিরুবনন্তপুরম, তৃতীয় চেন্নাই, চতুর্থ বেঙ্গালুরু। প্রথম ১৭-তে নাম নেই কলকাতার।