জম্মু, ১৩ মে : ক্ষণিকের জন্য ড্রোনের দেখা মিললেও, সোমবার রাতে আর কোনও বিঘ্ন ঘটেনি। রাতে শান্তই রইল ভারত-পাকিস্তান সীমান্ত, নেই গোলাগুলির খবর। সোমবার রাতে জম্মুর সাম্বায় পাক সীমান্ত লাগোয়া এলাকায় ড্রোন ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে বলে সেনা সূত্রে খবর।ড্রোনের খবর শোনা যায় পঞ্জাবের জলন্ধরেও। যদিও সেনা জানিয়েছে, পরে তারা আর কোনও শত্রুপক্ষের ড্রোন এলাকায় দেখতে পাননি।
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন কিছু ড্রোনের গতিবিধি প্রতিহত করার চেষ্টা করেছে নিরাপত্তা বাহিনী। তবে বেশি রাতের দিকে সেনা আবার জানিয়ে দেয়, পরে আর কোনও ড্রোন দেখা যায়নি। তার পর থেকে রাতভর শান্তই ছিল পরিস্থিতি। মঙ্গলবার সকালে সাম্বায় দৃশ্যত স্বাভাবিক ছিল জনজীবন। খুলেছে স্কুল ও কলেজ। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর মঙ্গলবার তৃতীয় দিন। সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখায় সংঘাতের ধাক্কা কাটিয়ে জম্মু ও কাশ্মীরের জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে।